Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বেসরকারী প্রতিষ্ঠান

সিডি নিউজ২৪.কম, পোরশা ০৪ নভেম্বর : নওগাঁর পোরশায় তথ্য অধিকার আইনের আওতায় একটি দফতর ছাড়া বাকি কোন প্রতিষ্ঠনে তথ্য কর্মকর্তা এখন পর্যন্ত নিয়োগ করা হয়নি।

তথ্য কমিশন সূত্রে জানা গেছে , ‘তথ্য অধিকার আইন’ ২০০৯ এর মুল উদ্দেশ্য জনগনের ক্ষমতায়ন এবং ক্ষমতায়নের জন্য প্রতিটি সরকারী, স্বায়ত্বশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা, সরকারী বা বিদেশী অর্থায়নে পরিচালিত সকল বেসরকারী সংস্থা এবং সরকারী কর্মকান্ড পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সকল বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি  হ্রাস, সুশাসন প্রতিষ্ঠা করা এবং দেশের জনগন যাতে তথ্য সমৃদ্ধ হয়ে এ সকল প্রতিষ্ঠানের উপর নজর রাখতে পারে ও সকল প্রতিষ্ঠান যেন তাদের নিকট দায়বদ্ধ থাকে তার ব্যাবস্থা গ্রহন।

এ আইনের আওতায় ২ মাসের মধ্যে সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানসমূহে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগ করার কথা থাকলেও তা এ উপজেলার একটি মাত্র দফতর ছাড়া বাকি কোন প্রতিষ্ঠানে এখনও নিয়োগ দেয়া হয়নি। তাছাড়া এ উপজেলার সাধারন মানুষ তথ্য অধিকার আইন কি, তা বোঝেন না। কিভাবে তথ্য পাওয়া যাবে কিভাবে আবেদন করতে হবে এবং কতদিনের মধ্যে তথ্য পাওয়া যাবে তা কিছূই বুঝে উঠতে পারছে না সাধারন মানুষ। উপজেলার সহড়ন্দ গ্রামের মোস্তফা, রফিকুল ইসলাম, ইউনুছ আলী ও পূর্বগ্রামের আইনুল, মোবারক সহ কয়েক জন ব্যাক্তির কাছে ‘তথ্য অধিকার আইন’ সম্পর্কে কিছু জানেন কিনা জানতে চাইলে তারা এ আইন সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। সাধারন মানুষকে এ আইন সম্পর্কে সচেতন করতে সরকারী ভাবে এখন পর্যন্ত কোন উদ্যেগ নেই।

এ ব্যাপারে পোরশা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের সাথে কথা বললে তিনি বলেন আমার দফতরে একজন তথ্য কর্মকর্তা রয়েছেন, এ উপজেলার অন্য কোন দফতরে বা বেসরকারী কোন প্রতিষ্ঠানে আছে কি না তা আমার জানা নেই। উপজেলার ৬টি ইউপির চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বললে তাদের দফতরেও কোন তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি বলে তারা জানান। উপজেলার সমাজসেবা, ভূমি, প্রকল্প বাস্তবায়ন, কৃষি, শিক্ষা, মৎস্য, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, প্রাণি সম্পদ অফিস ও স্থানীয় সরকার বিভাগ এবং বেসরকারী সংস্থা ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, বিএসডিও, আশা, রিক, কারিতাসসহ অন্যান্য সরকারী- বেসরকারী প্রতিষ্ঠান গুলোতে খোজ নিয়ে জানা গেছে সেগুলোতেও কোন তথ্য কর্মকর্তা নেই।